চাকমাঘাটে বেম্বো ডিপুর ফলক উন্মোচন

vlcsnap-error399আপডেট প্রতিনিধি, তেলিয়ামুড়া, ০৪ নভেম্বর ৷। তেলিয়ামুড়ার চাকমাঘাট এলাকায় বেম্বো মিশনের অঙ্গ হিসাবে বেম্বো ডিপুর ফলক উন্মোচন করেন রাজ্যের বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া। সোমবার এই অনুষ্ঠানে উপস্থিত অন্যান্যদের মধ্যে ছিলেন কৃষ্ণপুর বিধানসভার বিধায়ক ডাঃ অতুল দেববর্মা, তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান যমুনা দাস, ভাইস চেয়ারম্যান অপু গোপ প্রমুখ। মূলত চাকমাঘাট এলাকার জনগণের দীর্ঘ দিনের দাবি ছিল এই এলাকায় একটি বেম্বো ডিপু স্থাপন করার জন্য। এই দাবিকে প্রাধান্য দিয়েই বর্তমান রাজ্য সরকার বেম্বো ডিপু স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছেন। যা স্থাপন করতে ৫০ লক্ষ টাকা ব্যয় করা হবে বলে জানা গেছে। ফলে স্বাভাবিক ভাবেই খুশি তেলিয়ামুড়ার কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চাকমাঘাট এলাকার জনজাতি ভাই বোনেরা।
অন্যদিকে বেম্বো ডিপু ত্রিপুরা রাজ্যের দ্বিতীয় কেন্দ্র স্থল হিসেবে পরিচিত হবে। তেলিয়ামুড়ার চাকমাঘাট এলাকায় এটি হলে তেলিয়ামুড়া এলাকা থেকে শুরু করে চাকমাঘাট এলাকা এবং গোটা খোয়াই জেলা জুড়ে জনগণরা অর্থনৈতিক দিক দিয়ে অত্যন্ত লাভবান হবে বলে মনে করছেন বুদ্ধিজীবী মহল। তার পাশাপাশি ঐ এলাকার জনগণদের স্বাবলম্বী হতে সাহায্য করবে এই প্রজেক্ট। ফলে সরকারের এই সিদ্ধান্তকে এলাকার জনগণ সাধুবাদ জানিয়েছে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*