রাস্তা প্রসস্থ করার জন্য সরানো হল পোস্ট অফিস চৌমুনীস্থিত শহীদ বেদী ও কামান গুলো

IMG_20201115_232124আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ নভেম্বর || সরানো হল পোস্ট অফিস চৌমুনীর শহিদ সৌদের কামান। আগরতলা স্মার্ট সিটির কাজকে সামনে রেখে পোস্ট অফিস চৌমুনীর রাস্তা আরও প্রসস্থ করার জন্য পোস্ট অফিস চৌমুনীস্থিত শহীদ বেদী ও কামান গুলোকে সরিয়ে নেওয়া হয়। রবিবার এই কামানগুলোকে সরিয়ে লিচুবাগান অ্যালবার্ট একটা পার্কে নিয়ে রাখা হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*