তারায় তারায় ডেস্ক, পশ্চিম বঙ্গ, ১৫ নভেম্বর || চল্লিশ দিনের লড়াই শেষে প্রয়াত হলেন রুপোলি দুনিয়ার অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। রবিবার দুপুর ১২টা ১৫ মিনিটে মিন্টোপার্ক লাগোয়া বেলেভিউ ক্লিনিকে প্রয়াত হন তিনি। এদিন কেওড়াতলা মহাশ্মশানের প্রয়াত অভিনেতার শেষকৃত্যের ব্যবস্থা করা হয়। গান স্যালুটের মাধ্যমে সেখানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদার মাধ্যমে অন্তিম বিদায় জানানো হল এই কিংবদন্তিকে।
উনার প্রয়ানে শোক জ্ঞাপন করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রমুখ।