আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ নভেম্বর || শুধু ভাই নয়, বোনের কপালে দিলাম ফোঁটা যমের দুয়ারে পড়ল কাঁটা। এ যেন উল্টো পুরাণ। ভাইফোঁটার দিন ভাইকে নয়, ভাই দিচ্ছে বোনকে ফোঁটা। সময় পাল্টাচ্ছে, দিন পাল্টাচ্ছে। শুধু ভাই ফোঁটা দিয়ে ভাইয়ের দীর্ঘায়ু ও মঙ্গল কামনাই কেন, ভাইও তো করতে পারে বোনের দীর্ঘায়ু ও মঙ্গল কামনা।
আর এই ভাবনাকে নিয়েই ২০১৫ সাল থেকে রাজধানীর রামনগর ৮নং এলাকার নিলয় সরকার দিয়ে আসছেন ‘বোন ফোঁটা’। এবছর তা ৬ বছরে পা দিল। ভাই নিলয় সরকার পেশায় একজন শিক্ষক। বোন কুহেলি সরকার পেশায় একজন শিক্ষিকা। ভাই-বোন দুজনই দু’জনকে ফোঁটা দিয়ে মঙ্গল কামনা করেছেন।
নিলয় বাবুর বলেন, প্রবহমানতার পাশাপাশি যৌক্তিকতা ও পরিবারের ছোট পরিসরে একটু আনুষ্ঠানিক সাম্যতা আনার চেষ্টা শুরু করেছিলাম ২০১৫ সালে। প্রতিবছরই নিয়ম করে চলে আসছে উনার বাড়িতে ‘বোন-ভাই ফোঁটা’ অনুষ্ঠান।
নিলয় বাবুর অনুপ্রেরণায় উনার পাশাপাশি ‘বোন-ভাই ফোঁটা’ গত দুই বছর যাবৎ অনুষ্ঠানটি আগরতলায় শুরু করেছে শুভজিৎ চৌধুরী, সিদ্ধার্থ শঙ্কর, দিপন কুমার রায়, রাজা দেবরায় প্রমুখ।