আপডেট প্রতিনিধি, বক্সনগর, ১৯ জানুয়ারী || মৌমাছির কামড়ে গুরুতরভাবে আহত হয় দুই ব্যক্তি। ঘটনা বক্সনগর বাজারে। ঘটনার বিবরণে জানা যায়, রবিবার বক্সনগর বাজারে সাপ্তাহিক বাজার। তার সুবাদে বাজারে আদমপুর থেকে আব্দুল বাতেন ভূঁইয়া নামে এক ৬৫ বছরের বয়স্ক লোক বাজার করতে আসেন। বক্সনগর বাজারে ছাদের নীচে ছিল একটি মৌমাছির বাসা। এই বাসা থেকেই মৌমাছিগুলো চারিদিক ঘোরাফেরা করতে থাকে। আর তখনই যাকে পেয়েছে তাকে কামড়ে দিয়েছে মৌমাছিগুলো। রক্ষা পায়নি বাজার করতে আসা আদমপুর এলাকার ৬৫ বছরের আব্দুল বাতেন ভূঁইয়া। সবচেয়ে বেশি যে গুরুতরভাবে মৌমাছির কামড়ে আহত হয়েছেন তিনি হলেন বক্সনগর রতন দুলা এলাকার প্রেমানন্দ দাস নামে এক ব্যক্তি। তিনিও বাজার করতে এসেছিলেন, তাকেও ছাড়েনি মৌমাছিগুলো। তাদের দুজনেরই মৌমাছি কামড়াতে কামড়াতে পুরো শরীর ক্ষত-বিক্ষত করে দেয়। মৌমাছির কামড়ে দু’ব্যক্তি মাটিতে লুটিয়ে পড়ে। তখন বাজারের লোকজন তাদের বক্সনগর সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। জানা গেছে, এর আগেও এই মৌমাছি বাসাটি থেকে মৌমাছিগুলো আরো কয়েকজন ড্রাইভারকে কামড়ে দিয়েছে।