মারধর করায় কলমচৌড়া থানায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ

FB_IMG_1611038261363আপডেট প্রতিনিধি, বক্সনগর, ১৯ জানুয়ারী ||কলমচৌড়া থানায় স্বামীর বিরুদ্ধে স্ত্রী লিখিত অভিযোগ করল। ঘটনা কলমচৌড়া থানাধীন পুটিয়া এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, পুটিয়া এলাকার আবু তাহেরের ছেলে ফারুক হোসেন নামে এক ব্যক্তি উদয়পুরের হাসিনা বিবি (২১) নামে একটি মেয়েকে গত ৪ বছর আগে সামাজিকভাবে বিবাহ হয়। বিবাহের কিছুদিন পর থেকেই স্বামী ফারুক হোসেন তার স্ত্রীর উপর পণের জন্য শারীরিক ও মানসিক নির্যাতন চালাতে শুরু করে। স্বামী ফারুক হোসেন প্রায় সময়ই তার স্ত্রীকে বাপের বাড়ি থেকে এক লক্ষ টাকা এনে দেওয়ার জন্য তার স্ত্রীর উপর মানসিকভাবে নির্যাতন চালায়। এদিকে তার স্ত্রীর বাপের বাড়ির অসচ্ছল অবস্থা। কিন্তু তার স্ত্রী বাপের বাড়ি থেকে এক লক্ষ টাকা না দিতে পারায় পুনরায় রবিবার রাত্র দশটার দিকে তার স্ত্রীর উপর আবারও নির্যাতন ও মারধর করার অভিযোগ ওঠে। পরবর্তী সময়ে তাকে ঘর থেকেও বের করে দেয়া হয়।বস্ত্রী হাসিনা বিবি জায়গা না পেয়ে শেষ পর্যন্ত কলমচৌড়া থানার দ্বারস্থ হয়। রাতেই স্বামী ফারুক হোসেনের বাড়িতে পুলিশ গিয়ে এলাকার মাতববরদের নিয়ে ঘটনার মীমাংসা করে বাড়িতে এক বছরের কন্যা সন্তান সহ স্ত্রীকে রিয়ার স্বামীর বাড়িতে দিয়ে আসে। পুলিশ চলে যাওয়ার পর স্বামী-স্ত্রীকে বাড়িতে কেন পুলিশ নিয়ে আসলো তাকে আবার মারধর করতে থাকে। সোমবার সকাল ১০ ঘটিকার সময় আবারো তাকে গুরুতর ভাবে তার পায়ে হাতে মারধর করে। মারধর করাতে স্ত্রীর পায়ে প্রচণ্ড আঘাত লাগে এবং তাকে মেরে ফেলার হুমকিও দেয়। স্ত্রী পুনরায় বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা শেষে কলমচৌড়া থানার দ্বারস্থ হয় এবং একটি লিখিত অভিযোগ করে তার স্বামীর বিরুদ্ধে। প্রচণ্ড মারধোর করাতে তার পায়ে ও হাতে আঘাত লাগে। জানা যায়, তার একটি এক বছরের কন্যা সন্তান রয়েছে। এখন দেখার বিষয় পুলিশ স্বামীর বিরুদ্ধে কী ধরনের পদক্ষেপ নেয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*