প্রত্যন্ত এলাকায় যুগান্তরকারী উন্নয়ন, উপজাতি গিরিবাসীদের জন্য তৈরি হচ্ছে রাস্তা

আপডেট প্রতিনিধি, তেলিয়ামুড়া, ০১ ফেব্রুয়ারি ৷। রাজ্যের স্বশাসিত জেলা পরিষদের ক্ষমতায়  সিপিআই(এম) দল দীর্ঘ বছর ক্ষমতায় থাকলেও প্রত্যন্ত এলাকা গুলোর রাস্তাঘাট উন্নয়ন করতে পারেনি। এটা মূলত অনেকটা কলঙ্কজনক অধ্যায়ের মত। কিন্তু রাজ্যে বিজেপি-আইপিএফটি জোট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে প্রত্যন্ত এলাকা গুলোতে রাস্তাঘাট সহ উপজাতি গিরিবাসীদের অর্থনৈতিক মান উন্নয়নে একাধারে উন্নয়নমূলক কাজ চলছে। বিশেষ করে বিগত ৩৪ মাসে প্রত্যন্ত এলাকা গুলিতে আমূল পরিবর্তন ঘটে যায় বর্তমান সরকারের আমলে। তেলিয়ামুড়া মহাকুমার মুঙ্গিয়াকামী আর ডি ব্লকের অধীনে বৈরাগী ডেপা থেকে গুলী ছড়া পর্যন্ত দীর্ঘ প্রায় ৩০ কিলোমিটার রাস্তা নির্মাণের কাজ চলছে। যদিও এই রাস্তা নির্মাণের কাজ শুরু হয় গত ২ মাস আগে থেকে। এই রাস্তা নির্মাণের কাজ শেষ হলে গুলী ছড়া এলাকার উপজাতি গিরিবাসীরা গাড়ি যোগে অতিদ্রুত চাকমাঘাট এবং তেলিয়ামুড়াতে আসতে পারবে। যদিও কাঁকড়া ছড়া, নোনা ছড়া, ছনপাড়া, ভাস্কর ছড়া এলাকা গুলিতে ছোট বড় যাত্রীবাহী যানবাহন অতি নিয়তই চলাচল করছে। আর বৈরাগী ডেপা থেকে গুলী ছড়া পর্যন্ত দীর্ঘ প্রায় ৩০ কিলোমিটার রাস্তা নির্মাণের কাজ সম্পন্ন হলে প্রত্যন্ত এলাকায় যুগান্তরকারী উন্নয়ন বলে গণ্য হবে। এমনটাই অভিমত উপজাতি গিরিবাসীদের।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*