গোপাল সিং, খোয়াই, ২৩ ফেব্রুয়ারী || গাঁজা বিরোধী অভিযানে ফের বড় সাফল্য খোয়াই থানার পুলিশের। মঙ্গলবার খোয়াই থানার রতনপুরের ছনবাড়ী এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে উদ্ধার করা হয় ৯৮ কেজি গাঁজা। এদিনের যৌথ অভিযানে পুলিশের সাথে ছিল টি এস আর এবং সি আর পি এফ জোওয়ানরাও।