সাগর দেব, তেলিয়ামুড়া, ২৩ ফেব্রুয়ারী || আবারো তেলিয়ামুড়া মহকুমার মঙ্গিয়াকামী এলাকায় পুলিশী অভিযানে ৫ হাজার ৩০০ বোতল ফেন্সিডিল আটক করে। সোমবার মধ্য রাতে কোলকাতা থেকে আগরতলাগামী জে কে ২১ এ ১২৭৫ নম্বরের দশ চাকার একটি লরিতে তল্লাশি চালিয়ে এই নেশাদ্রব্য উদ্ধার করে পুলিশ। জানা যায়, মুংগিয়াকামি থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়ামুড়া এসডিপিও সুনা চরণ জমাতিয়া এবং থানার সাব ইন্সপেক্টর রণজিৎ দাশের নেতৃত্বে অভিযান চালিয়ে ৫৩০০ বোতল ফেন্সিডিল আটক করে। যার বাজার মূল্য আনুমানিক ১৬ লক্ষাধিক টাকা। এই ঘটনায় ট্রাক চালক মহম্মদ কবির মির হুসেন, পিতা মৃত মীর হুসেন এবং সহ চালক জাফকার আহমেদ, পিতা মহম্মদ হাফিজ হুসেন নামে বহিঃরাজ্যের দুই ব্যক্তিকে আটক করে পুলিশ।