আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ এপ্রিল || রাজ্যের বাধারঘাট বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক স্বর্গীয় দিলীপ সরকারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদায় পালন করা হয়। এদিন তাঁর স্মরণে এক মহতী রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। শ্রী দেব বলেন, দিলীপবাবু ছিলেন প্রকৃত জনতার নেতা। ত্রিপুরায় যখন টানা কমিউনিস্ট শাসন চলছে তখন বাধারঘাটে কমিউনিস্টদের সূর্যাস্ত করেছিলেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, মানুষের জন্য কাজ করার দায়বদ্ধতা এবং তাঁর কাজ তাঁকে চিরস্মরণীয় করে রাখবে। এদিন মুখ্যমন্ত্রী ছারাও উপস্থিত ছিলেন বাধারঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়িকা মিমি মজুমদার।
এদিন প্রয়াত বিধায়ক দিলীপ সরকারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এলাকাবাসী এবং পরিবারের লোকজনরা দিনটি শ্রদ্ধার সহিত পালন করেন।