বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০২ এপ্রিল || আসন্ন এডিসি নির্বাচনকে কেন্দ্র করে অন্যান্য রাজনৈতিক দল গুলিকে টেক্কা দিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে কংগ্রেস দলও। ২২-নং কাঠালিয়া মির্জা-রাজাপুর কেন্দ্রের প্রার্থী প্রনব রিয়াং, ২৬-নং বীরচন্দ্র নগর-কলসী কেন্দ্রের প্রার্থী মৃনাল কান্তি ত্রিপুরা, ২৭-নং ভুড়াতলী-পূর্ব মুহুরীপুর কেন্দ্রের প্রার্থী সুবধন ত্রিপুরা ও ২৮-নং শিলাছড়ি-মনু বনকুল কেন্দ্রের প্রার্থী দেবজানি চাকমা, কংগ্রেস দলের এই চারটি প্রার্থীর সমর্থনে শুক্রবার দুপুরে সাঁচীরাম বাড়ি ধনঞ্জয় স্মৃতি ইকো পার্কের সামনে পার্ক বাজারে কংগ্রেস দলের পক্ষ থেকে একটি নির্বাচনী সভার আয়োজন করা হয়। এই নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের জি এস এবং পাঞ্জাবের প্রাক্তন লোকসভার সাংসদ তথা ত্রিপুরা রাজ্যের প্রদেশ কংগ্রেসের প্রভারী কুলদীপ সিংহ নাগরাজ, সর্বভারতীয় মহিলার সাধারণ সম্পাদক কিম হাওকিৎ। এইছাড়া উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস, ত্রিপুরা রাজ্যের প্রদেশ কংগ্রেসের যুব কংগ্রেস সভাপতি পুজন বিশ্বাস, প্রাক্তন মন্ত্রী লক্ষ্মী নাথ, প্রাক্তন মন্ত্রী বিল্লাল মিয়া, প্রাক্তন বিধায়ক রাজেশ্বর দেববর্মা সহ আরো বলিষ্ঠ কংগ্রেস নেতৃত্বরা। এই সভাতে কংগ্রেসের প্রভারী কুলদীপ সিংহ নাগরাজ রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং আইএনপিটি দলের প্রধান নেতা এনসি দেববর্মা ও তিপ্রা মথা দলের নেতা মহারাজা প্রদ্যুৎ কিশোর দেব বর্মণকে হুঁশিয়ারি করে দিয়ে যান। তিনি আরো হুঁশিয়ারি দিয়ে যান ২০২৩ সালের নির্বাচনে ক্ষমতায় আসার পর বর্তমানে যে সমস্ত বিজেপি দলের নেতারা কংগ্রেস দলের নেতাকর্মীকে রাজনৈতিক হিংসাত্মক করে আক্রমণ করেছেন তাদেরকে কংগ্রেস সরকার গঠন হওয়ার পরেই কড়ায় গন্ডা হিসাব করে জেলে পাঠাবে। কংগ্রেস কতৃক আয়োজিত এই সভায় উপস্থিত লোকজনদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিলো লক্ষ্যনীয়।