শিক্ষকের মারে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন নবম শ্রেণীর ছাত্র

সাগর দেব, তেলিয়ামুড়া, ০৩ এপ্রিল ৷। শিক্ষকের মারে আহত নবম শ্রেণীর এক ছাত্র। ছাত্রের নাম সাগর বিশ্বাস। ঘটনা তেলিয়ামুড়া ফুল বাসি দাস পাড়া হাই স্কুলে। অভিযোগের তীর ওই স্কুলের শিক্ষক বেনু রায়ের বিরুদ্ধে। জানা যায়, তেলিয়ামুড়া বিদ্যালয় পরিদর্শকের অধীনে বালুছড়াস্থিত ফুল বাসি দাস পাড়া বিদ্যালয়ের নবম শ্রেণী পড়ুয়া ছাত্র সাগর বিশ্বাস অন্যান্য ছাত্র-ছাত্রীদের সাথে ক্লাস করছিল। হঠাৎ ক্লাসের কোন ঘটনাকে কেন্দ্র করে বিদ্যালয়ের শিক্ষক বেনু লাল রায় বিদ্যালয়ের নবম শ্রেণী পড়ুয়া ছাত্র সাগর বিশ্বাসকে বেধড়ক প্রহার করতে থাকে বলে অভিযোগ ছাত্রের পরিবারের। এই ঘটনা প্রত্যক্ষ করে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং পরিবারের লোকজন সাগরকে তড়িঘড়ি নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে এলে সাগরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক সাগরকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা শুরু করে।

এদিকে আহত ছাত্রের মা জানায়, গুণধর শিক্ষক বাবু উনার ছেলেকে বেধড়ক মারধর করে। এমনকি তলপেটে, পিঠে ঘুষি দিতে থাকে অনেকটা ঠিক ফিল্মি কায়দায়।

এদিকে ঘটনার সত্যতা যাচাই করতে সংবাদ প্রতিনিধি যখন ছুটে যায় ওই বিদ্যালয়ে তখন বিদ্যালয়ের অন্যান্য ছাত্র-ছাত্রীরা গুণধর শিক্ষক বাবুর ভয়ে মুখ খুলতে নারাজ সংবাদমাধ্যমের কাছে। যদিও শনিবার হওয়ার কারণে বিদ্যালয়ে গিয়ে কোন শিক্ষক শিক্ষিকাদের দেখা পাওয়া যায়নি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*