আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ এপ্রিল || প্রয়াত হলেন রাজ্যের প্রতিভাবান সাংবাদিক তন্ময় চক্রবর্তী। রবিবার রাত ৮টা ২০ মিনিটে স্বল্প রোগ ভোগের পর রাজ্যের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৯ বছর। মৃত্যুকালে তিনি বৃদ্ধ পিতা-মাতা, স্ত্রী, পাঁচ বছরের কন্যা সন্তান সহ প্রচুর গুনমুগ্ধ, আত্মীয়-স্বজন, বন্ধুু-বান্ধব রেখে গেছেন।
তাঁর অকাল প্রয়ানে রাজ্যের সাংবাদিকদের সবকটি সংগঠন সহ আগরতলা প্রেস ক্লাবের তরফে শোক প্রকাশ করা হয়েছে। পাশাপাশি অ্যাসেম্বলি অব জার্নালিস্টস শোক প্রকাশ করেছে ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। অ্যাসেম্বলি অব জার্নালিস্টস তন্ময়ের পরিবারের পাশে থাকার অঙ্গীকার করছে।
তন্ময় চক্রবর্তী ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের মাস কমুনিক্যাশন ও জার্নালিজম বিভাগে প্রথম ব্যচের স্নাতকোত্তর ডিগ্রীধারীদের একজন এবং এবিষয়ে পি এইচ ডি ডিগ্রি লাভের চুড়ান্ত পর্যায়ে ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে যকৃতের সমস্যায় ভোগছিলেন। সম্প্রতি কোভিড-এ আক্রান্ত হন এবং এরপরই তার স্বাস্থ্যের অবনতি ঘটে। আপ্রাণ চেষ্টার পরও তাকে বাঁচানো সম্ভব হয়নি।