আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ এপ্রিল || দীর্ঘ দিন ধরেই রাজ্যের ছাত্রনেতা সম্রাট রায়ের দাবি ছিল রাজ্যের করোনা পরিস্থিতিতে রাজ্যেের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষা স্থগিত ঘোষণা করার জন্য। রাজ্যের শিক্ষার্থীদের সাথে কঠোর পরিশ্রম ও আন্দোলনের দ্বারা ছাত্র নেতা সম্রাট রায় পরীক্ষাগুলি বন্ধ করার চেষ্টা করেছে এবং রাজ্য সরকারও তা স্থগিত করতে বাধ্য হয়েছে বলে রবিবার জানালেন রাজ্যের ছাত্রনেতা সম্রাট রায়।
রাজ্যে করোনা পরিস্থিতি বৃদ্ধি পাওয়ায় রবিবার রাজ্য সরকার কলেজ ও বিশ্ববিদ্যালয় সহ দশম এবং দ্বাদশ শ্রেণির প্রি-বোর্ড পরীক্ষা স্থগিত রেখেছে। তবে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের পরীক্ষা স্থগিত ঘোষণা করেনি।
ছাত্রনেতা সম্রাট রায় এদিন বলেন, মূল বিষয়টি হল, যখন কেন্দ্রীয় সরকার সি.বি.এস.ই বোর্ডের সমস্ত চূড়ান্ত পরীক্ষা বন্ধ করে দেয়, তাহলে রাজ্য সরকার কেন রাজ্যের বোর্ডের পরীক্ষা বাতিল করছে না এবং তাদের কেন ইন্টারনাল ভিত্তিতে স্কোর দেওয়ার অনুমতি দিচ্ছে না? এদিন এন এস ইউ আই সহ-সভাপতি ছাত্রনেতা সম্রাট রায়, বোর্ডের সকল চূড়ান্ত পরীক্ষা বন্ধ করার দাবি জানিয়েছেন। তিনি বলেন, যদি এই দাবি না মানা হয়, তবে তিনি ছাত্র জীবনের কল্যাণে উচ্চ আদালতে একটি মামলার পদক্ষেপ নিতে বাধ্য হবেন। আর তা নিয়েই তিনি আরো লড়াই করে যাবেন বলেন তিনি হুশিয়ারি দেন।