আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ এপ্রিল || রাজ্যে যাত্রী পরিষেবা বাড়াতে এবং যাত্রী স্বাচ্ছন্দ দিতে রাজ্যে আরও দুটি উড়ান বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে আগরতলার এম বি বি বিমানবন্দর কর্তৃপক্ষ। জানা যায়, এই দুটি নতুন উড়ানের মধ্যে রয়েছে ‘গো এয়ার’ এবং ‘ফ্লাই বিগ’। ‘গো এয়ার’ বিমান আগরতলা থেকে কলকাতা পরিষবা দেবে এবং ‘ফ্লাই বিগ’ গোটা উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে যাত্রী পরিষেবা দেবে। এতে করে ডোমেস্টিক বিমান ভাড়া অনেকটাই হ্রাস পাবে বলে অভিমত ব্যক্ত করেন বিমানবন্দর কর্তৃপক্ষ।