আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ এপ্রিল || আগরতলার গোলাপ বাগান এবং মানিক্য কোর্ট বিয়ে বাড়িতে পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসকের নেতৃত্বে সোমাবার রাতে ঘটে যাওয়া ঘটনার জন্য রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন সাংসদ প্রতিমা ভৌমিক। তিনি বলেছেন, এই ধরনের ঘটনা কোনদিন ও কাম্য নয়। পাশাপাশি সরকারের দেওয়া বিধি নিষেধ গুলো যেন রাজ্যবাসী মান্যতা দেয় এই আবেদন টুকু রাখেন তিনি।
এদিন স্থানীয় একটি নিউজ চ্যানেলে পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক শৈলেশ কুমার যাদব এই ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন।