গোপাল সিং, খোয়াই, ২৯ এপ্রিল || নিজ বাড়িতে মাথা ঘুরে পড়ে যান সি পি আই (এম)’র খোয়াই জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য বিধায়ক নির্মল বিশ্বাস। জানা যায়, বৃহস্পতিবার সকালে সুভাষপার্কের বাড়িতে এই ঘটনার পর সাথে সাথে উনাকে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসকেরা পরীক্ষা নিরীক্ষা করে জানান যে, তিনি কার্ডিয়াক অ্যাটাকে আক্রান্ত। পেস মেকার বসাতে হবে। আই এল এস হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেন চিকিৎসকেরা। সাথে সাথেই নিয়ে যাওয়া হয় আগরতলার আই এল এস হাসপাতালে। জরুরী ভিত্তিতে অস্ত্রোপচার করে অস্হায়ী পেস মেকার সংস্হাপন করা হয়। পরে অপারেশন থিয়েটার থেকে বেডে নিয়ে আসা হয় উনাকে। জানা যায়, জ্ঞান ফিরেছে। তিনি কথাবার্তাও বলছেন।শারীরিক অবস্থা এখন স্হিতিশীল। তিনি বিপদমুক্ত বলে চিকিৎসকেরা জানান। পরে কোন একসময় অস্হায়ী পেস মেকার সরিয়ে স্হায়ী পেস মেকার বসানো হবে। সি পি আই (এম) রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য, প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক রতন ভৌমিক, ডি ওয়াই এফ আই-র রাজ্য সম্পাদক নবারুন দেব , বিজেপি নেতা অমিত রক্ষিত প্রমুখ আই এল এস হাসপাতালে গিয়ে বিধায়ক নির্মল বিশ্বাসকে দেখে এসেছেন। হাসপাতালে বিধায়ক নির্মল বিশ্বাসের সাথে সারাক্ষণ রয়েছেন তার স্ত্রী ও ডি ওয়াই এফ আই-র রাজ্য সভাপতি পলাশ ভৌমিক সহ খোয়াইয়ের পার্টি নেতৃবৃন্দ। এদিন সন্ধ্যায় বিরোধী দলনেতা মানিক সরকার সহ পার্টির অন্যান্য রাজ্যস্তরের নেতৃবৃন্দ আই এল এস হাসপাতালে যাওয়ার কথা রয়েছে।