বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৮ জুন || জোলাইবাড়ী ব্লকের অন্তর্গত কলসী এডিসি ভিলেজে মঙ্গলবার রেগার কাজ নিয়ে দন্দ বাঁধে। এই কাজ পরিদর্শনে গিয়ে তিপ্রা মথা দলের যুবকদের দ্বারা আক্রন্ত হয় জোলাইবাড়ী ব্লকের বি এ সি চেয়ারম্যান অশোক মগ। এই অভিযোগের ভিত্তিতে তিনি কিছু সংখ্যক যুবকদের নাম দিয়ে বাইখোড়া থানায় মামলা দায়ের করেন। এইকথা জানতে পের বিকেল বেলায় বি এ সি চেয়ারম্যানের বিরুদ্ধে দলবল নিয়ে বাইখোড়া থানার দারস্ত হলেন তিপ্রা মথা দলের নেতৃত্বরা। উনারা থানায় পাল্টা অভিযোগ দায়ের করে সংবাদমাধ্যমের সন্মুখিন হয়ে উনাদের বক্তব্য তুলে ধরলেন। উনারা জানান, অশোক মগ যে অভিযোগ করেছেন তা ভিত্তিহীন। তিনি এডিসি এলাকায় গিয়ে উন্নয়নমূলক কর্মসূচীতে বাঁধাদান করছে বলে অভিযোগ করলেন তিপ্রা মথা দলের নেতৃত্বরা। এই ঘটনাকে কেন্দ্র করে কলসী এডিসি ভিলেজ এলাকায় তীব্র চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে।