গোপাল সিং, খোয়াই, ১৪ জুন || গোটা রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি খোয়াই জেলায়ও থেমে নেই করোনা আক্রান্তের সংখ্যা। সেই সাথে থেমে নেই মৃতের সংখ্যাও। তবে কোভিড টিকাকরণ করা হয়েছে অনেক।
সোমবার এক সাংবাদিক সম্মেলনে খোয়াই জেলা শাসক স্মিতা মল জানান, খোয়াই জেলায় মোট কোভিড টেস্ট করা হয়েছে ১৬,৪৪৫ জনের। তিনি জানান, খোয়াই জেলায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা ১,২৩৩ জন। হোম আইসোলেশনে রয়েছেন ৬১৯ জন।
কোভিড কেয়ার সেন্টারে রয়েছেন ১০ জন। তিনি জানান, খোয়াই জেলায় এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১৪ জনের।
খোয়াই জেলায় মোট টিকাকরণ সম্পন্ন হয়েছে ৭৩,১২৮ জনের।