বিশ্ব রক্তদাতা দিবসে এনএসএস সেলের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন

সাগর দেব, তেলিয়ামুড়া, ১৪ জুন || ‘রক্তদান জীবন দান’ – এই স্লোগানকে সামনে রেখে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে ত্রিপুরা রাজ্য এনএসএস সেলের উদ্যোগে এবং খোয়াই জেলার এনএসএস ইউনিটের সহযোগিতায় সোমবার সকাল নাগাদ তেলিয়ামুড়া চিত্রাঙ্গদা কলা কেন্দ্র টাউন হলে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পৌর পরিষদের প্রাক্তন ভাইস চেয়ারম্যান রূপক সরকার। তাছাড়া উপস্থিত ছিলেন খোয়াই জেলা এনএসএস ইউনিটের স্বেচ্ছাসেবকরা। এই রক্তদান শিবির সম্পর্কে পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান তার মূল্যবান বক্তব্যে বলেন, এই করোনা মহামারীর সময় রক্তদান শিবির খুবই গুরুত্বপূর্ণ। তিনি উদ্যোক্তাদের এই ধরনের কর্মসূচির জন্য সাধুবাদ জানিয়েছেন। তৎসঙ্গে করোনাকালীন সময় বিভিন্ন সামাজিক সংস্থা থেকে শুরু করে বিভিন্ন সংগঠন এবং বিভিন্ন ক্লাব গুলিকে আরও বেশি পরিমাণে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। তার পাশাপাশি তেলিয়ামুড়া এলাকার বিভিন্ন শুভবুদ্ধি সম্পন্ন জনগণকে এই মহতী কাজে অংশগ্রহণ করার জন্য সাংবাদিকদের মাধ্যমে তিনি বার্তা দেন। উল্লেখ্য, ত্রিপুরা রাজ্য এনএসএস সেল এবং খোয়াই জেলা এনএসএস ইউনিট বরাবরই বিভিন্ন সামাজিক কর্মসূচি করে চলেছে। এই করোনা কারফিউ চলাকালীন সময় থেকে খোয়াই জেলার এনএসএস ইউনিটের স্বেচ্ছাসেবক সেবিকারা রাত্রিকালীন সময়ে তেলিয়ামুড়া এলাকার ভবঘুরেদের রাতের খাবার দিয়ে আসছিল দীর্ঘ সময় ধরে। তার পাশাপাশি খোয়াই জেলা এনএসএস ইউনিটের কর্মকর্তারা বিভিন্ন সামাজিক কর্মকান্ডে এগিয়ে আসে বলা চলে।
এই রক্তদান শিবিরে ৩৫ জন স্বেচ্ছায় রক্ত দান করেছে বলে উদ্যোক্তারা জানান। আগামী দিনেও তাদের বিভিন্ন সামাজিক কর্মসূচি জারি থাকবে বলে জানিয়েছেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*