সাগর দেব, তেলিয়ামুড়া, ১৪ জুলাই || প্রকৃতির ভারসাম্য রক্ষার্থে বৃক্ষরোপণে এগিয়ে আসুন সবাই। এই আহ্বানকে সামনে রেখে মঙ্গলবার রাজ্য বনদপ্তরের পক্ষ থেকে অভিনব পন্থা গ্রহণ করা হয় বৃক্ষরোপণের জন্য। এদিন সকাল ১১টা থেকে দুই মিনিটের মধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তে ২১ হাজারের অধিক বৃক্ষ রোপণ করা হয়। তারই অঙ্গ হিসেবে তেলিয়ামুড়া মহকুমা বনদপ্তরের অধীনে তিনটি রেঞ্জ এলাকায় প্রায় পাঁচ হাজার বৃক্ষ রোপণ করা হয় এই দুই মিনিটে। এ কর্মসূচিতে বিভিন্ন সরকারি দপ্তর, সংস্থা সংগঠন পাশে এসে দাঁড়ায়। তেলিয়ামুড়া স্মিতি বনে এই দিনে বনদপ্তরের উদ্যোগে ওই অনুষ্ঠানে যোগ দেয় দপ্তরের কর্মীরা, টিম্বার ব্যবসায়ী,, নব চিন্তন ওয়েলফেয়ার সোসাইটি সদস্যরা সহ এলাকাবাসীরা। উপস্থিত ছিলেন মহকুমা বন আধিকারিক কৃষ্ণ গোপাল রায়, তেলিয়ামুড়া ফরেস্ট রেঞ্জার সুপ্রিয় দেবনাথ প্রমুখ। এছাড়া মহকুমা তথ্য-সংস্কৃতি কার্যালয়, বিভিন্ন বিদ্যালয়, বিভিন্ন পঞ্চায়েত এলাকা, পার্ক জনবসতি এসব এলাকা গুলোতে এই সময় বৃক্ষ রোপন করা হয়। বনদপ্তরের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সকলে।