প্রতিষ্ঠা বার্ষিকীতে হেল্পিং হ্যান্ডসের রান্না করা খাবার বিতরণ

আপডেট প্রতিনিধি, উদয়পুর, ০৮ আগষ্ট || সামাজিক কর্মকাণ্ডে বরাবরই এগিয়ে উদয়পুরের হেল্পিং হ্যান্ডস সোসাইটির সদস্যরা। রবিবার শতাধিক মানুষের মধ্যে দুপুরের মধ্যাহ্নভোজন হিসেবে রান্না করা খাবার বিতরণ করলো হেল্পিং হ্যান্ডস সোসাইটির সদস্যরা। সংস্থার চতুর্থ প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে এদিন দরিদ্র, অসহায়, ক্ষুধার্ত এবং শ্রমজীবী অংশের শতাধিক মানুষের মধ্যে রান্না করা খিচুরি ও চাটনি বিতরণ করা হয় সংস্থার তরফে। এদিন দপুরে উদয়পুর রমেশ চৌমুহনী এলাকায় আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উদয়পুর পুর পরিষদের প্রাক্তন পুরপিতা শীতল চন্দ্র মজুমদার সহ হেল্পিং হ্যান্ডস সোসাইটির সোসাইটির সম্পাদক জয়দীপ পোদ্দার, সহ-সম্পাদক শুভ্র শেখর নাগ, প্রতিষ্ঠাতা তথা কোষাধ্যক্ষা প্রজ্জ্বলিকা ভৌমিক সহ সদস্য সিমপ্লী মজুমদার, শক্তি চক্রবর্তী, রুচিরা সাহা এবং প্রসেনজিৎ দাস। উল্লেখ্য, সামাজিক কর্মকাণ্ডে অবিভক্ত দক্ষিন জেলার মধ্যে বরাবরই এগিয়ে উদয়পুরের হেল্পিং হ্যান্ডস সোসাইটি। বছরের প্রতিনিয়তই নানান সামাজিক ও সচেতনতামূলক কর্মকাণ্ডে নিজেদেরকে জড়িত রাখেন হেল্পিং হ্যান্ডস সোসাইটির সদস্যরা। এদিন এই কর্মসূচিতে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং মুখে মাস্ক ও হাতে গ্লাভস পড়ে খাবার পরিবেশন করেন সংস্থার সদস্যরা। সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে কেবলমাত্র সংস্থার সদস্যদের আর্থিক সহযোগিতা নিয়ে আগামীদিনেও এই ধরনের সামাজিক কর্মসূচি করা হবে বলে এদিন জানান হেল্পিং হ্যান্ডস সোসাইটির সম্পাদক জয়দীপ পোদ্দার।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*