কংগ্রেস এবং সিপিআই(এম) দল ত‍্যাগ করে বিজেপি’তে ২৫৬ ভোটার

আপডেট প্রতিনিধি, বক্সনগর, ০৩ অক্টোবর || ২০২৩ সনের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রবিবার সন্ধ্যায় আশাবাড়ি গ্রাম পঞ্চায়েতের ১১, ১২ ও ১৩নং বুথের ৭৮ পরিবারের মোট ২৫৬ জন ভোটার কংগ্রেস ও বামফ্রন্ট ছেড়ে বিজেপি দলে যোগ দিয়েছে। তারা হলেন আশাবাড়ি নতুন বাজার সংলগ্ন পাড়ার বাসিন্দা। তাদেরকে ভারতীয় জনতা পার্টির দলে দলীয় পতাকা দিয়ে দলে বরণ করেছেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপি’র রাজ‍্য কমিটির অন‍্যতম সদস্য তথা ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান ইসলাম মজুমদার। উপস্থিত ছিলেন সিপাহীজলা দক্ষিণ অংশে সহ-সভাপতি তপাজ্জল হোসেন, যুব মোর্চার সভাপতি জিমূল হক এবং মাইনোরিটি সেলের সভাপতি নজরুল ইসলাম। তাছাড়া বিজেপি র অন‍্যান‍্য কার্যকর্তাগণ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*