আপডেট প্রতিনিধি, বক্সনগর, ০৮ নভেম্বর || বক্সনগরের অনেক প্রতিক্ষিত নবনির্মিত মোটর স্ট্যান্ডের উদ্বোধন হয় সোমবার। এই অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ত্রিপুরা ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান বাহারুল ইসলাম মজুমদার, সন্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস এবং বক্সনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সঞ্জয় সরকার ও এলাকার বিশিষ্ট সামাজসেবী দেবব্রত ভট্টাচার্য্য সহ জেলার আর.ডি ও পরিবহন দপ্তরের অতিথিরা।
এদিন প্রথমে পুস্প ও উত্তরী পড়িয়ে অতিথিদের বরণ করে নেন। বক্তব্য রাখতে গিয়ে আর.ডি দপ্তরের এসডিও বিমল বর্মণ ও বক্সনগর ব্লকের বিডিও ধৃতিশেখর রায় বলেন, এই অত্যাধুনিক মোটর স্ট্যান্ড বক্সনগরবাসীর উন্নয়নের একটি মাইলফলক। এটি BADP দপ্তর থেকে পূর্ত দফতরের দায়িত্বে করা হয়েছে। এর নির্মাণ ব্যয় ১ কোটি ৪৪ লক্ষ ৩৫৪ টাকা। এই অত্যাধুনিক মোটর স্ট্যান্ডের একটি অফিস কক্ষ, দুটি যাত্রী শেড ও শৌচাগার এবং পাকা রাস্তা নির্মাণ হয়েছে। এছাড়া কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বক্তব্য রাখতে গিয়ে সরকারের বিভিন্ন উন্নয়নমুখী পরিকল্পনার কথা আলোচনা করেন। করোনা ভ্যাকসিনের সাফল্য, সরকারি আবাসন প্রকল্প, স্বসয়াক দল থেকে কিভাবে স্বনির্ভর হতে হয় বিশদভাবে আলোচনা করেন। তিনি আরো বলেন, পুরাতন মোটর স্ট্যান্ডে ইদানিং দ্বিতল বিশিষ্ট মার্কেট তৈরি হবে। এতে ১২০ জন বেকারদের কর্মসংস্থান সৃষ্টি হবে।