বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১১ নভেম্বর || গোপন খবরের ভিত্তিতে বিপুল পরিমানে নেশাসামগ্রী আটক করলো শান্তির বাজার থানার পুলিশ। ঘটনার বিবরনে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিট নাগাদ শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বেতাগা বাজার থেকে গোপন খবরের ভিত্তিতে টি আর ০১ এ ০৭৭৫ নাম্বারের ইন্ডিগো গাড়ীতে তল্লাসি চালিয়ে ২১৬০টি এস পি টেবলেট আটক করলো শান্তির বাজার থানার পুলিশ। নেশার টেবলের পাশাপাশি নেশাসামগ্রী বিক্রেতাকে আটক করলো শান্তির বাজার থানার পুলিশ। নেশা বিক্রেতা হলো বেতাগা এলাকার বাসিন্দা বিশ্বজিৎ বৈষ্ণব (৪৮)। এই অভিযান সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে শান্তির বাজার থানার ওসি সুব্রত চক্রবর্তী জাানান, এই নেশাসামগ্রী বিক্রির সাথে আরো অনেকে জড়িত আছে তদন্তের মাধ্যমে অন্যান্যদের নামও উঠে আসবে। ওসি সুব্রত চক্রবর্তী জানান, উনাদের এইধরনের অভিযান আগামীদিনেও জারি থাকবে।