আপডেট প্রতিনিধি, বক্সনগর, ১৬ নভেম্বর || বক্সনগর আর ডি ব্লকের অন্তরভূক্ত গ্রাম পঞ্চায়েত কলসীমুড়াতে অবস্থিত শ্রী শ্রী রাঁধা গোবিন্দ সেবা ধাম আশ্রম। প্রতি বৎসরের ন্যায় এই বৎসরেও তিন দিন ব্যাপী পঞ্চম তম রাস উৎসব করতে ব্যাপক প্রস্তুতি হাতে নিয়েছে সেবাধাম কমিটি। ১৭ই নভেম্বর থেকে ১৯শে নভেম্বর পর্যন্ত কীর্ত্তন সহ পাঠ চলবে। ভারতবর্ষের বিখ্যাত তত্ত্ব পাঠক সম্রাট প্রদীপ পাল মহাশয়ের আগমকে ঘিরে রাশ উৎসব কমিটি রাত দিন একাকার করে সর্ব ধর্মের লোকের আর্থিক সহযোগিতায় অনুষ্ঠানকে বাস্তব রুপে তুলে ধরার জন্য শেষ প্রস্তুতি ঘামতি রাখেনি। রাঁধা মাধব আশ্রম যেন সাঁজ সাাঁজ রব। কোনো কিছুর যেন ঘাটতি না হয় এবং সকলস্তরের সকলমতের ধর্মপ্রান মানুষ যাতে পাঠ শান্তি সম্প্রতি ও সশৃঙল ভাবে উপভোগ করতে পারে তার জন্য আলাদাভাবে কমিটি তৈরী করা হয়েছে। রাশ উৎসব কমিটির সম্পাদক দিলীপ সুত্রধর সংবাদ মাধ্যমের প্রতিনিধিদেরকে জানিয়েছেন এত বড় তিন দিন ব্যাপী রাশ উৎসবটা করতে আমরা রাজ্যের বিভিন্ন স্থান থেকে চাউল এবং চাঁদা সংগ্রহের মাধ্যমেই করার জন্য প্রস্তুতি নিয়েছি। দীর্ঘদিনের ভক্তদের মনের বাসনা ছিল প্রদীপ পালের মুখে কীর্ত্তন সহ গীতা পাঠ শুনবেন। কিন্তু সকল ভক্তের সহযোগিতা আগামী বুধবার সন্ধ্যা পাঁচটা হইতে অনুষ্ঠানের শুভ সূচনা হতে চলেছে। ১৯ তারিখ বিকেল থেকে ভক্তদের মহাপ্রশাদ বিতরণ করা হবে এবং সকল ভক্তদের সানুরাগ উপস্থিতি কামনা করে জীবের মঙল কামনা করে উৎসবকে সাফল্য মন্ডিত করে তোলার জন্য আহবান জানিয়েছেন।