আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ নভেম্বর || পুর ভোটে রাজ্যজুড়ে বিজেপি’র জয়জয়কার। আগরতলা পুর নিগম, ১৩টি পুর পরিষদ ও ৬টি নগর পঞ্চায়েত নির্বাচনে ফলাফল রবিবার প্রকাশ হয়। এদিন সকাল ৮টা থেকে গণনাকেন্দ্রে ভোট গণনা শুরু হয়। রোডের উত্তাপ বাড়ার সঙ্গে সঙ্গে ভোটের পারদও চড়তে থাকে। গত ২৫শে নভেম্বর গোটা রাজ্যে ২২২টি ওয়ার্ডের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়। তার মধ্যে ২১৭টি ওয়ার্ডে বিজেপি, ৩টি ওয়ার্ডে সি পি আই (এম), ১টি ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস এবং ১টি ওয়ার্ডে নির্দল প্রার্থী জয়ী হয়েছে। আগরতলা পুর নিগমের ৫১টি ওয়ার্ডে ৫১টি আসনেই বিজেপি জয়ী হয়েছে। রাজ্যের ইতিহাসে এই প্রথম বিজেপি আগরতলা পুর নিগমের দায়িত্ব পেয়েছে৷ আগরতলা পুর নিগম নির্বাচনে বিজেপির জয়ে কার্য্যকর্তাদের বাঁধনহারা উচ্ছাস পরিলক্ষিত হয়।