আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ ডিসেম্বর || বাইক ও স্কুটির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নিহত ১ জন। গুরুতর আহত ২ জন। ঘটনা বৃহস্পতিবার লেম্বুছড়া থানার অন্তর্গত দমদমিয়া এলাকায়। জানা যায়, মৃত যুবকের নাম কল্যাণ বিশ্বাস। আহতরা হলেন কৃষ্ণ হালদার এবং অমিত সরকার। গুরুতর আহত অবস্থায় তাদের নিয়ে আসা হয় আগরতলা জিবি হাসপাতালে। বর্তমানে জিবি হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।