বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৩ ডিসেম্বর || শান্তিরবাজার মহকুমার কালির বাজার এলাকায় যান দুর্ঘটনায় আহত হয় ১ জন।শুক্রবার বেলা আনুমানিক ১০টা ৩০ মিনিট নাগাদ শান্তিরবাজার মহকুমার অন্তর্গত কালির বাজার এলাকায় পিলাক পান্থনিবাসের পাশে শান্তির বাজার বিলোনিয়া যাতায়তের রাস্তায় যান দুর্ঘটনায় আহত এক ব্যক্তি। জানা যায়, টি আর ০৮ এ ৮৫৯৮ নম্বরের স্কুটি করে কাঞ্চননগর এলাকার বাসিন্দা বিষ্ণু দত্ত বাড়ী থেকে শান্তির বাজার আসার পথে পিলাক পান্থনিবাস সংলগ্ন এলাকায় একটি টাটা মেজিক গাড়ীর সাথে সংঘর্ষ ঘটে। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে মেজিক গাড়িটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা যায়। দুর্ঘটনার খবর পেয়ে শান্তির বাজার দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে আসে।