চূরাইবাড়ী প্রতিনিধি, ২৭ জানুয়ারী ।। ৬৬ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে চূরাইবাড়ী আরক্ষা দপ্তরের উদ্যোগে প্রতিযোগিতামূলক ব্যাডমিন্টন খেলার আয়োজন করা হয়েছে। এই প্রতিযোগিতায় ১৬টি দল অংশ গ্রহন করে। উক্ত খেলার উনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার অভিজিৎ সপ্তর্ষি, চূরাইবাড়ী থানার ওসি জয়ন্ত কর্মকার সহ অন্যান্যরা। চূরাইবাড়ী আরক্ষা দপ্তরের উদ্যোগে প্রতিযোগিতামূলক ব্যাডমিন্টন খেলা চাক্ষ্যুষ করতে দর্শকের ভীড় ছিল লক্ষ্যনিয়।
