কৃষিমন্ত্রীর হাত ধরে ১০০০ মেট্রিকটন সংরক্ষন বীজাগারের উদ্ভোধন ও কৃষি সামগ্রী বিতরণ

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৮ ডিসেম্বর || রাজ্য সরকারের আর্থিক সহযোগীতায় শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বেতাগা বাজার সংলগ্ন এলাকায় কৃষকদের সুবিধার্থে ১০০০ মেট্রিকটন সংরক্ষন বীজাগার নির্মান করা হয়েছে। সোমবার দুপুরে প্রদীপ প্রজ্বলন, ফলক উন্মোচন ও ফিতা কেটে বীজাগারের শুভ উদ্ভোধন করলেন ত্রিপুরার কৃষি, পরিবহন ও পর্যটন দপ্তেরর মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়। উদ্ভোধকের পাশাপাশি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩৬-শান্তিরবাজার বিধানসভার বিধায়ক প্রমোদ রিয়াং, শান্তিরবাজার মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্য, বগাফা ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীদাম দাস, শান্তিরবাজার পুরপরিষদের চেয়ারম্যান সপ্না বৈদ্য, বগাফা কৃষি দপ্তরের তত্বাবধায়ক সুজিত কুমার দাস সহ অন্যান্য অতিথীবৃন্দরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচীর কথা জনসন্মুখে তুলে ধরেন। অনুষ্ঠানে বক্তাদের বক্তব্য শেষে কৃষি দপ্তরের উদ্দ্যোগে বেনিফিসারী নির্ধারন করে ৯ লক্ষ ৫০ হাজার টাকার কৃষি সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে লোকজনের উপস্থিতির হার ছিলো লক্ষনীয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*