সাগর দেব, তেলিয়ামুড়া, ২৭ ডিসেম্বর || প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে প্রাণী বন্ধ্যাত্ব নিবারণ শিবির অনুষ্ঠিত হয়। তেলিয়ামুড়াস্থিত মহারানীপুর এলাকার দুর্গা মন্দিরে সোমবার সকাল এগারোটা নাগাদ এই শিবির অনুষ্ঠিত হয়। এদিনের এই বন্ধ্যাত্ব নিবারণ শিবিরে উপস্থিত ছিলেন পশু চিকিৎসক ডাঃ সুশীল সিনহা সহ প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের কর্মীরা। এদিনের এই শিবের শুরুতেই এলাকার মানুষজনরা তাদের গবাদি পালিত পশু নিয়ে শিবিরে অংশ নেয়। শিবিরে থাকা চিকিৎসক গবাদি পশুদের স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে ঔষধ প্রদান করেন। পরে পশু চিকিৎসক জানান, তেলিয়ামুড়া মহকুমায় গবাদি পশুদের চিকিৎসা পরিষেবার জন্য সর্বমোট ১৯টি ক্যাম্পিং করা হয়।