আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ জানুয়ারি || পৌষ মাসের সংক্রান্তির দিনে হিন্দু ধর্মের লোকেরা সকাল সকাল দেশ, দশ ও সমাজের মঙ্গল কামনার্থে নগর হরিনাম সংকীর্তনে বের হয়। উদ্দেশ্য একটাই, সমাজের সকল স্তরের মানুষজনদের মঙ্গল কামনার্থে সুন্দর সুন্দর আলপনা আঁকা বাঙ্গালি গৃহস্থের উঠোনে ধূপ ধুনো পুষ্প দিয়ে প্রার্থনা করা।
প্রত্যেক বছর হিন্দুশাস্ত্র মোতাবেক এই দিনে প্রত্যেক এলাকার নবীন-প্রবীণ সকলে একত্রিত হয়ে হরিনাম সংকীর্তন এবং লুট নিতে বের হয়। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। বর্তমান করোনার তৃতীয় ঢেউ ওমিক্রণের প্রভাবে গোটা দেশ যখন বিপদগ্রস্ত তখন সেই পরিস্থিতিকে মান্যতা দিয়ে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে হরিনাম সংকীর্তন এবং লুট নিতে বের হয় পানিসাগর মহাকুমার অন্তর্গত জলেবাসা এলাকার নবীন-প্রবীণ কচিকাঁচা থেকে শুরু করে উভয় অংশের মানুষজন।