বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৪ ডিসেম্বর || তদন্তের মাধ্যমে দুই চোরকে আটক করলো শান্তিরবাজার থানার পুলিশ। ঘটনার বিবরণে জানা যায়, গত কিছুদিন যাবৎ শান্তিরবাজার মহকুমার দশমী রিয়াং পাড়া সংলগ্ন এলাকা থেকে বিদ্যুৎ পরিবাহী তার চুরি করে নিয়ে যায় চোরের দল। এই নিয়ে ঠিকেদার চুরির বিষয়ে শান্তিরবাজার থানায় এক লিখিত মামলা দায়ের করে। ঠিকেদারের কাছ থেকে অভাযোগ পেয়ে চোরের খোঁজে নামলো শান্তিরবাজার থানার পুলিশ। পরবর্তী সময়ে সন্দেহজনক ভাবে টি আর ০৩ এফ ১৯২০ নাম্বারের মালবাহী গাড়ী আটক করে শান্তির বাজারথানার পুলিশ। গাড়ীটি আটক করে তার কাটার সামগ্রী উদ্ধার করা হয়। পরবর্তী সময় তদন্তের মাধ্যমে উদয়পুর থেকে বিদ্যুৎ পরিবাহী তার সহ দুই যুবককে আটকে শান্তিরবাজার থানায় নিয়ে আসা হয়। চুরি কান্ডে আটক করা ব্যক্তি হলো জামজুরির বাসিন্দা দুলাল চৌঁধুরী ও উদয়পুরের বাসিন্দা রঞ্জীত দেবনাথ। রঞ্জীত দেবনাথের কাছ থেকে চুরির সামগ্রী পাওয়া গেছে বলে জানা যায়। এই চুরিকান্ড নিয়ে সংবাদমাধ্যমের সামনে শান্তিরবাজার থানার ওসি সুব্রত চক্রবর্তী জানান, চুরি হওয়া সামগ্রীর মধ্যে ৬০ শতাংশ সামগ্রী উদ্ধার করা হয়েছে। এই চুরিকান্ডে আনুমানিক ৪ লক্ষ ৪০ হাজার টাকার সামগ্রী চুরি হয়েছে যার মধ্যে আনুমানিক ২ লক্ষ ৪৫ হাজার টাকার সামগ্রী উদ্ধার করা সম্ভব হয়েছে। দুই জনকে আটক করে শুক্রবার বিলোনিয়া জেলা ও দায়রা আদালতে প্রেরণ করা হবে। শান্তিরবাজার থানার পুলিশের এই ধরনের অভিযান আগামীদিনেও জারি থাকবে বলে জানান ওসি। শান্তিরবাজারে চুরি কান্ডে জরিত দুই জনকে আটক করায় কিছুটা শান্তি পেয়েছে শান্তিরবাজারবাসী।