বলিউডে ‘সাফল্য-অর্থ উপার্জন’ নিয়ে মুখ খুললেন অমিতাভ

bbতারায়-তারায় ডেস্ক ।। বলিউডের বিগ বি খ্যাত অমিতাভ বচ্চন সম্পর্কে সবারই অনেক কিছু জানা আছে। বলিউড তারতাদের মধ্যে জনপ্রিয়তায় ৩ খানসহ অন্যরা সবাই বড় বচ্চনের অনেক দূরে রয়েছেন একটি পরিসংখ্যানে এ তথ্য আসার কয়েকদিন পরেই নিজের সম্পর্কে বেশ কিছু চমক ছাড়েন তিনি।
১৯৭০-এর প্রথম দিকে তিনি বলিউড সিনেমা জগতে “রাগী যুবক” হিসেবে জনপ্রিয়তা লাভ করেন এবং সময়ের সঙ্গে সঙ্গে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে ওঠেন তিনি। যেটা এখন পর্যন্ত ধরে রাখতে পেরেছেন বিগ বি।
বলিউডে আকাশ ছোঁয়া সাফল্য ও অর্থ উপার্জন নিয়ে খোলামনেই মুখ খুললেন অমিতাভ বচ্চন। তিনি তার সাফল্যর প্রধান কারন হিসাবে বলেন, তিনি সবাইকে ভালোবাসেন। এটি তার সাফল্য ও জনপ্রিয়তা এনে দিয়েছে বলে মনে করেন তিনি।
অমিতাভ বলেন, আমি নিজেকে একেবারেই একজন সাধারণ মানুষের মতো ভাবতে ভালবাসি, দুবাইয়ে নিজের সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘শমিতাভে’র প্রচারে গিয়ে এমনই দাবি করেছেন বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন।
সেখানে সাংবাদিকদের মুখোমুখি হন অমিতাভ। তারা অমিতাভের কাছে জানতে চান, ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির একজন তারকা হওয়ার সুবাদে, আপনার কোনো অহংবোধ আছে কি?
তিনি বলেছেন, আমাদের কাজে কেন কারও কোনও অহংবোধ থাকা উচিত্ নয়, আর আমার অন্তরে কোনো অহংকার নেই। তিনি মনে করেন, আর পাঁচজনের মতোই তিনিও একটা কাজ করেন। প্রত্যেকের মতোই তার কাজের মাধ্যমে তিনি অর্থ উপার্জন করেন, এর সঙ্গে পেয়েছেন মানুষের ভালবাসা ও সম্মান।
অহংবোধ থাকলে এখানে আসতে পারতেন না অমিতাভ বলেও জানান তিনি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*