আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ মার্চ || ফের মর্মান্তিক যান দূর্ঘটনায় প্রান হারালো দুই জন। জানা যায়, রবিবার রাতে বিয়ের নিমন্ত্রণ খাওয়ার পরে বাড়ি ফেরার পথে এই ঘটনা ঘটে। ঘটনা শহরতলীর শালবাগান সি আর পি এফ ক্যাম্পের সামনে। জানা যায়, একটি ইকো গাড়ির সাথে আরেকটি নতুন গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই প্রান হারায় দুইজন। আহত হয় বাচ্ছা সহ চারজন। আহতরা বর্তমানে জিবি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।