আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ এপ্রিল || যথাযথ মর্যাদার সাথে সারা ভারত কৃষক সভার (AIKS) ৮৭’তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়।সোমবার রাজধানীর কৃষ্ণনগরস্থিত বীরচন্দ্র দেববর্মা স্মৃতি ভবন প্রাঙ্গনে আয়োজিত হয় এক অনুষ্ঠান। এদিন সারা ভারত কৃষক সভার পতাকা উত্তোলন করেন সংগঠনের রাজ্য আহ্বায়ক রাসবিহারী ঘোষ। পতাকা উত্তোলন শেষে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এদিন উপস্থিত ছিলেন সিপিআই রাজ্য সহ-সম্পাদক ডাঃ যুধিষ্ঠির দাস, সিপিআই কন্ট্রোল কমিশনের সদস্যা তুলশি দাশ কপালী, সিপিআই রাজ্য কার্যকারি পরিষদের সদস্য মিলন বৈদ্য সহ অন্যান্যরা।