আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ এপ্রিল || টাকা আদায়ের জন্য ফের বিদ্যুৎ নিগম অফিস ঘেরাও করে কন্টাকটারা। জানা যায়, ভূতোরিয়া বিদ্যুৎ নিগম অফিসে বিদ্যুৎ নিগমের কাজ করা কন্টাকটারা ঘেরাও করেন তাদের টাকা আদায়ের জন্য। বিগত ৪ বছর যাবত টাকার জন্য হয়রানির শিকার হতে হচ্ছে বলে জানান তারা। এই নিয়ে চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয় ভূতোরিয়া বিদ্যুৎ নিগম অফিসে।