আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ জুন || গত ২০শে জুন, ২০২২ ইং দেশের রাজধানী দিল্লীতে অনুষ্ঠিত ‘যোগা অলেম্পিয়াড ২০২২’ সর্বভারতীয যোগা খেলার প্রতিযোগিতায় সোনার পদক পেয়ে যোগা খেলোয়াড়ের জন্মভূমি সোনামুড়া গ্রাম, নব দিগন্ত ওয়েলফেয়ার সোসাইটি, রমেশ উচ্চতর ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল, উদয়পুর, গোমতী জেলা তথা রাজ্যের জন্য সমগ্র ভারতবর্ষের মধ্যে নাম উজ্জ্বল করেছে শংকর দাস এবং সুচিত্রা দাসের কনিষ্ঠ কন্যা, উদয়পুর রমেশ ইংলিশ মিডিয়াম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী এবং নব-দিগন্ত ওয়েলফেয়ার সোসাইটির যোগা ছাত্রী মনসা দাস।
তার এই সাফল্যের পেছনে নব দিগন্ত ওয়েলফেয়ার সোসাইটির যোগা প্রশিক্ষক স্যার সুমন সাহা এবং স্যার দেবাশীষ সাহার অবদান রয়েছে বলে জানা যায়।