আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৪ জুলাই || রাজ্যে ফের আক্রান্ত সংবাদমাধ্যম। এবার আক্রান্ত রাজ্যের এক প্রবীন সাংবাদিক তাপস দাস। তিনি স্যন্দন পত্রিকায় কর্মরত।
জানা যায়, রবিবার নিজ দায়িত্ব পালন করে বাড়ি ফেরার সময় রাজধানীর মালঞ্চ নিবাস এলাকায় দুর্বৃত্তদের দ্বারা আক্রান্ত হয়েছেন তিনি। দুর্বৃত্তদের আক্রমণে সাংবাদিকের মাথা ফেটে যায়। এমনকি হাতের আঙ্গুল ভেঙে দেয় দুর্বৃত্তরা। বর্তমানে তিনি জিবি হাসপাতালে চিকিৎসাধীন।
এই ঘটনার তীব্র সমালোচনা করে নিন্দা জানিয়েছে রাজ্যের প্রায় সবকটি সাংবাদিকদের সংগঠন। দাবি উঠছে অতিসত্বর দুর্বৃত্তদের গ্রেফতার করে কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে পুলিশকে।
সোমবার আক্রান্ত সাংবাদিক তাপস দাসকে দেখতে হাসপাতালে ছুটে যান রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধীদল নেতা মানিক সরকার।