আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর || রাজ্যে এলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি’র রাজ্য প্রভারি সাংসদ ডঃ মহেশ শর্মা। বুধবার উনার সাথে রাজ্যে এলেন বিজেপি’র উত্তর-পূর্ব ভারতের নব নিযুক্ত সংগঠন সংযোজক সম্বিত পাত্রা। পাশাপাশি এদিনই সস্ত্রীক রাজ্যে এলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
এদিন ত্রিপুরায় আসার পথে দিল্লী বিমানবন্দরে একইসাথে সাক্ষাৎ হয় ত্রিপুরার নব নিযুক্ত বিজেপি প্রভারি ডঃ মহেশ শর্মা, উত্তর-পূর্বাঞ্চলের নব নিযুক্ত বিজেপি কো-অর্ডিনেটর সম্বিত পাত্রা এবং সস্ত্রীক প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের। আগরতলাস্থিত এম বি বি বিমানবন্দরে তাঁদের স্বাগত জানান রাজ্য বিজেপি’র নেতা কর্মীরা।