বগাফা কৃষি দপ্তরের উদ্যোগে ৬৯,৩০০টি মাছের পোনা ও খাদ্য সামগ্রী বিতরণ

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২২ সেপ্টেম্বর || বগাফা কৃষি দপ্তরের উদ্যোগে বগাফা এডিসি ভিলেজের বগাফা কৃষি স্টোরের সামনে ২১ জন সুবিধাভোগীকে ৬৯,৩০০টি মাছের পোনা ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। জানা যায়, এই সুবিধাভোগীদের পুকুরকে অাগে বৈজ্ঞানিক ভাবে মাছ পালনের জন্য তৈরি করা হয়েছে ও মাছের পর্যাপ্ত পরিমানে খাদ্য দেওয়া হয়েছে এবং এবার মাছের পোনা প্রদান করা হয়। এদিন ২১ জন সুবিধাভোগীর মধ্যে প্রত্যেক সুবিধাভোগীকে ৩,৩০০টি বিভিন্ন প্রজাতীর মাছের পোনা প্রদান করে তাদের জীবিকার মান উন্নয়নের লক্ষ্যেই এর পাশাপাশি খৈল, চুন এবং মাছের খাবারও দেয়া হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিল বগাফা কৃষি অাধিকারিক সুজিত কুমার দাস, বগাফা পঞ্চায়ের সমিতির চেয়ারম্যান শ্রীদাম দাস, বগাফা বি এস সি’র চেয়ারম্যান গৈরী শংকর রিয়াং এবং বিশিষ্ট সমাজসেবী দিব্যেন্দু চৌধুরীর সহ স্থানীয় জনপ্রতিনিধি এবং সুবিধাভোগীরা।
জানা যায়, প্রত্যেক বছর এক একটি এডিসি ভিলেজে এই ধরনের জনকল্যাণ মুখি পরিকল্পনা গ্রহণ করছে বকাফা কৃষি দপ্তর। ২০২৩-২৪ অর্থবছরে কাঁঠালিয়া ছড়া এডিসি ভিলেযে এই ধরনের জনকল্যাণমুখী পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*