জাতীয় ডেস্ক ।। অমিতাভ বচ্চনকে রাজ্য চলচ্চিত্র আর্কাইভের অতিথি-উপদেষ্টা করতে চান মুখ্যমন্ত্রী মমতা মুখোপাধ্যায়। একইসঙ্গে জয়া বচ্চনকেও আর্কাইভের উপদেষ্টা পদে পেতে চান তিনি৷
অন্যদিকে জয়া বচ্চন রাজ্যে মুভি ইমেজের মিউজিয়াম বানাতে আগ্রহী৷ বিষয়টি নিয়ে আলোচনা করতে এরই মধ্যে নবান্নে ঘুরে গেলেন জয়া৷ মুখ্যমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে বৈঠকও করেন তিনি৷
পরে মুখ্যমন্ত্রী জানান, আমাদের সত্যজিৎ রায়সহ বহু বিশিষ্ট পরিচালকের পুরনো ছবি রয়েছে, যেগুলো সংরক্ষণ করে রাখার মতো৷ সে কাজে অমিতজিকে অতিথি উপদেষ্টা হিসেবে পেলে ভালো হবে৷
জয়া বচ্চন বলেন, মমতাদির কথা তিনি না করেন না৷ উনি নিজে বললেই ভালো৷ মুখ্যমন্ত্রী বলেন, ন্যাশনাল ফিল্ম আর্কাইভেরও অ্যাম্বাস্যাডর অমিতজি৷ এ কাজে উনি সাহায্য করলে খুবই ভালো হয়৷