নিজের বিধানসভা কেন্দ্রে দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে বিজয় মিছিলে পা মেলান মুখ্যমন্ত্রী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ মার্চ || ত্রিপুরা ত্রয়োদশ বিধানসভা নির্বাচনে দ্বিতীয়বারের মতো বিজেপি-আইপিএফটি জোট সরকার প্রতিষ্ঠিত হবার পর রাজ্যের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে চলে শাসক দলের বিজয় মিছিল। বাকি ছিল মুখ্যমন্ত্রীর নির্বাচনি এলাকা। কারণ শপথ গ্রহণ অনুষ্ঠানের পর মুখ্যমন্ত্রী দিল্লী পাড়ি দেন। সেখানে দেশের রাষ্ট্রপতি, উপ-রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, অর্থ মন্ত্রী এবং বিজেপি’র সর্বভারতীয় সভাপতিকে কৃতজ্ঞতা জানিয়ে রাজ্যে ফিরেন তিনি।
এরপরই মঙ্গলবার ৮-টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রে বিজেপি’র বিজয় মিছিল অনুষ্ঠিত হয়। এদিন রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে মুখ্যমন্ত্রী পা মেলান বিজয় উৎসবে। এদিন ৮নং টাউন বড়দোয়ালি মন্ডলের পক্ষ থেকে বিজয় উৎসব অনুষ্ঠিত হয়। এই বিজয় উৎসবে অংশ নেন এলাকায় বিজয়ী প্রার্থী তথা মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিন মিছিলটি রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করেন।
এদিন মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যী, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য নেতৃবৃন্দ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*