বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৭ মার্চ || জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রে জয়ী হয়ে রাজ্যের মন্ত্রীসভায় স্থান পেয়েছে জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের বিধায়ক শুক্লাচরন নোয়াতিয়া। বৃহস্পতিবার বিধায়ক পদে শপথ গ্রহণ করে জোলাইবাড়ীর উন্নয়নে মাঠে নেমেছেন মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া। শুক্রবার তিনি প্রথমবারের মতো জোলাইবাড়ী ব্লকে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে রিভিও মিটিং-এ মিলিত হন। এই মিটিং এর মাধ্যমে জোলাইবাড়ী ব্লকে বিগতদিনে কি কি উন্নয়নমূলক কর্মসূচী করা হয়েছে এবং আগামী দিনে উন্নয়নমূলক কর্মসূচীর জন্য কি কি পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে তা নিয়ে আলোচনা করা হয়। তার পাশাপাশি জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের লোকজনেরা কি কি সমস্যার সন্মুখিন হচ্ছে এই সমস্যাগুলি কিভাবে সমাধান করা যায় তা নিয়ে আলোচনা করা হয়। এই আলোচনাসভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের পি টি জি দপ্তরের মন্ত্রী শুক্লা চরন নোয়াতিয়া, শান্তিরবাজার মহকুমাশাসক অভেদানন্দ বৈদ্য, জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রবি নমঃ, ভাইস চেয়ারম্যান তাপস দত্ত, ব্লকের বি এস সি চেয়ারম্যান অশোক মগ, জোলাইবাড়ী ব্লকের অতিরিক্ত সমষ্টি উন্নয়ন আধিকারিক সুজিত দাস, বিশিষ্ট সমাজসেবী অজয় রিয়াং, বিশিষ্ট সমাজসেবী চাথই মগ সহ অন্যান্য অতিথিবৃন্দরা।
এই রিভিও মিটিং শুরুর পূর্বে মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া ও শান্তিরবাজার মহকুমা শাসককে ব্লকের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। আলোচনা শেষে মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া এই আলোচ্যবিষয় সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে কিছু তথ্য তুলে ধরেন। তার পাশাপাশি তিনি সকল সরকারি কর্মচারিদের প্রতি বার্তা দেন সকলে যেন রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের পরিকল্পনাগুলি সকলের কাছে পৌঁছে দেন। সরকারি কর্মচারী জনগনের সেবক। তাই সকল সরকারি কর্মচারীদের সঠিকভাবে জনগনের পরিষেবা প্রদানের জন্য বললেন মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া। তিনি জানান, যদি সম্ভব হয় প্রতিমাসে এইধরনের রিভিও মিটিং করা হবে আর না হলে প্রত্যেক দুই মাস অন্তর এইধরনের রিভিও মিটিং করা হবে।