সাংবাদিকদের জন্য স্বাস্থ্য বীমা কার্যকর করার লক্ষ্যে জার্নালিস্ট ইউনিয়নের ডেপুটেশন প্রদান

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ জুলাই || সাংবাদিকদের জন্য স্বাস্থ্য বীমা কার্যকর করার লক্ষ্যে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের এক প্রতিনিধি দল শনিবার রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা সকাশে মিলিত হয়ে ডেপুটেশন প্রদান করেন। বিশেষ করে সরকার অনুমোদিত সাংবাদিকদের স্বাস্থ্য বীমা পরিষেবায় আনার জন্য প্রতিনিধিরা দাবি জানান। তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের দাবি সনদের যৌক্তিকতা স্বীকার করে দীর্ঘ আলোচনার মাধ্যমে বিস্তারিত বিষয় তিনি দপ্তরের মন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার কাছে তুলে ধরবেন বলে জানান।আন্তরিকভাবে তিনি বিষয়টা উপলব্ধি করে আগামী দিনে আরও সাংবাদিকদের এক্রিডেটেশন কার্ড প্রদানের মধ্য দিয়ে স্বাস্থ্য বীমার আওতায় আনার কার্যক্রম চলছে বলে তিনি ব্যক্ত করেন। জার্নালিস্ট ইউনিয়নের প্রতিনিধিবর্গ বিশেষ করে সেক্রেটারি জেনারেল অলক ঘোষ, সেক্রেটারি সন্তোষ গোপ, কার্যকরী সদস্য সমরেশ দে প্রমূখ এই ডেপুটেশন এবং দীর্ঘ আলোচনায় সন্তোষ প্রকাশ করেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*