আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ আগস্ট || রাজধানী আগরতলা শহরের অন্যতম বনেদি ক্লাব শিবনগর মডার্ন ক্লাব এবং আমরা তরুণ দলের ৭১’তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে তিনদিন ব্যাপি বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচির অঙ্গ হিসেবে রবিবার অনুষ্ঠানের সমাপ্তি দিনে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিন রক্তদান শিবিরের পাশাপাশি অল ত্রিপুরা ওপেন চ্যাস ও বসেআঁকো প্রতিযোগিতা সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ত্রিপুরা প্রদেশ বিজেপি রাজ্য সভাপতি রাজিব ভট্টাচার্য, কর্পোরেটর সুকোময় সাহা সহ অন্যান্যরা।