আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ নভেম্বর || দল বিরোধী কার্যকলাপের দায়ে দল থেকে বহিস্কৃত হলেন শাসকদল বিজেপি’র প্রাক্তন বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক। আগামী ৬ বছরের জন্য দল থেকে বহিস্কার করা হয়েছে প্রাক্তন বিধায়ক তথা বর্তমান প্রদেশ কমিটির আমন্ত্রিত সদস্য অরুণ চন্দ্র ভৌমিককে। বৃহস্পতিবার ত্রিপুরা প্রদেশ বিজেপি রাজ্য কমিটির হয়ে মিডিয়া ইনচার্জ সুনীত সরকারের সাক্ষরিত এক বিজ্ঞপ্তি প্রকাশ করে এই সংবাদ জানানো হয়েছে।