আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ এপ্রিল || ১লা এপ্রিল এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা দিবস। ১লা এপ্রিল, ২০২৪ সোমবার এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার ২৯’তম প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে আগরতলাস্থিত মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে একাধিক কর্মসূচি হাতে নিয়েছে এয়ারপোর্ট অথরিটি। তার মধ্যে অন্যতম হলো রক্তদান শিবির। সোমবার এই রক্তদান শিবিরের উদ্বোধন করলেন এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া আগরতলা শাখার অধিকর্তা কে সি মীনা। এছাড়াও এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন সি আই এস এফ আগরতলা শাখার ইনচার্জ ধরমবির সাই, আগরতলা বিমানবন্দরের সিনিয়র ম্যানেজার স্মিতা প্রকাশ, এসিস্টেন্ট জেনারেল ম্যানেজার জিম্পু সহ অন্যান্যরা।