আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ এপ্রিল || প্রয়াত বিধায়ক দিলীপ সরকারের প্রয়াণ দিবস অনুষ্ঠিত হয় ১লা এপ্রিল, সোমবার। এদিন প্রয়াত বিধায়কের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বাধারঘাট মন্ডলের উদ্যোগে প্রয়াত বিধায়ক দিলীপ সরকারের নিজ বাসভবনে এক শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান ও রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন এই শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, বিধায়িকা মিনা রাণী সরকার সহ অন্যান্যরা।
এদিন এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তিনি প্রয়াত বিধায়ক দিলীপ সরকারের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন।